বর্তমান পরিপ্রেক্ষিত

সুপ্রিম কোর্টের আইনজীবি কারাগারে

By মেহেরপুর নিউজ

March 10, 2019

মেহেরপুর নিউজ,১০ মার্চ: চাকুরি দেওয়ার নামে প্রতারনা করার দায়ে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুপ্রিম কোর্টের আইনজীবি আসাদুজ্জামানকে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার বিকালে আসাদুজ্জামানকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়। আসাদুজ্জামান খুলনার ফুলতরা উপজেলার দামোদর গ্রামের হাফিজ আব্দুস সামাদের ছেলে।

রবিবার সে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজিরা দিতে আসলে বিচারক শাহীন রেজা তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। মেহেরপুর আনন্দবাস গ্রামের ইকলাস হোসেনের ছেলে সাজিদুর রহমানের দায়ের করা মামলায় ২০১৮ সালের ২০ ডিসেম্বর আদলত তাকে ৪ বছরের কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের জেল দেয়। আসাদুজ্জামান আনন্দবাস গ্রামের সাজিদুর রহমানকে পুলিশের চাকুরি দেওয়ার নাম করে মোটা অংকের টাকা নিয়ে সে টাকা আত্মসাৎ করে।

এঘটনায় মেহেরপুর আদালতে একটি মামলা দায়ের করা হয়। সাজাপ্র্প্ত আসামি নিজেকে সুপ্রিম কোটের আইনজীবি বলে দাবী করেন।