বর্তমান পরিপ্রেক্ষিত

সুশিক্ষা গ্রহণ করার আহবান জেলা প্রশাসকের

By মেহেরপুর নিউজ

August 11, 2018

মেহেরপুর নিউজ, ১১ আগষ্ট; মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন শুধু শিক্ষা গ্রহন করলেই হবেনা। সুশিক্ষা গ্রহন করতে হবে। তিনি বলেন মানুষের চেহারা দেখে বোঝা না গেলেও কৃষ্টি কালচার থেকে দেখে মানুষ চেনা যায়। তিনি আরো বলেন মেহেরপুর সরকারি কলেজ তাদের যে ঐতিহ্য বজায় রেখে স্মরনিকা প্রকাশ করছে তার জন্য ধন্যবাদ। জেলা প্রশাসক কলেজের শিক্ষার্থীদের উদ্যোশে বলেন হাতে স্মার্ট ফোন রাখলে মানুষ হওয়া যাবেনা। খেলা পড়া করে মানুষের মত মানুষ হতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন  সকালে মেহেরপুর সরকারি কলেজ মিলনায়তনে সরকারি কলেজের উদ্যোগে মেহেরপুর সরকারি কলেজের বার্ষিক শব্দ তরুর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সফিউল ইসলাম সর্দারের সভাপতিত্বে স্মরনীকা শব্দতরুর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ও সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমীন, সহযোগী অধ্যাপক ফুয়াদ খান, মইনুল ইসলাম, সরকারি কলেজ ছাত্র লীগের সভাপতি কুদরত-ই-খোদা রুবেল, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমূখ। আগে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন শব্দ তরুর মোড়ক উন্মোচন করেন। এসময় কলেজের অন্যান্য শিক্ষক, শিক্ষিকারা উপস্থিত ছিলেন।