খেলাধুলা

সেপ্টেম্বরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতি সভা

By মেহেরপুর নিউজ

August 19, 2018

মেহেরপুর নিউজ, ১৯ আগষ্ট: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্দ্ধ ১৭) শুরু হবে। প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন ভিত্তিক জেলার ১৮টি ইউনিয়ন ও ২টি পৌর সভা পরে উপজেলা এবং পর্যায়ক্রমে জেলা পর্যায়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণু পদ পাল, মুজিবনগর উপজেলা কর্মকর্তা নাহিদা সুলতানা , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকি, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আনোয়রুল হক শাহী, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহাজামাল, কুতুবপুর ইউপি চেয়ারম্যান সহিদুল আলম, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, বামুন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান, প্রাক্তন ফুটবলার রকিবুল ইসলাম মিঠু, মেহেদী হাসান প্রমূখ বক্তব্য রাখেন।

সভায় এই ফুটবল টুর্নামেন্ট আকর্ষনীয় করার লক্ষে ব্যপক প্রস্তুতি নেওয়ার আহবান জানানো হয় এবং কোন ইউনিয় যদি এই টুর্নামেন্টে কোন রকম অবজ্ঞা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। ফুটবলার তৈরীর লক্ষে জাতীয় পর্যায়ে এই টুর্নামেন্টের আয়োজন বলে সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান। ঈদ-উল-আযহা’র পর ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের ফিকচার সহ অন্যান্য উপকমিটি করা হবে বলে সভায় জানানো হয়।