মেহেরপুর নিউজঃ
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পত্নী সৈয়দ মোনালিসা ইসলাম বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় আনন্দ সভা ও মিষ্টিমুখের আয়োজন করা হয়।
যুব মহিলা লীগ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে সোমবার বিকেলে মেহেরপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় মিলনায়তনে এ আনন্দ সভা ও মিষ্টিমুখ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন (জুমের মাধ্যমে) বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি সৈয়দ মোনালিসা ইসলাম,শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতিন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট রুথসোভা মন্ডল, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন, সাধারণ সম্পাদিকা তহমিনা খাতুন, যুব মহিলা লীগ নেত্রী রোজিনা খাতুন, গুলশান আর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফ হোসেন সোবহান, সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন,সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেন, ইব্রাহিম হোসেন,জীবন আক্তার প্রমুখ। পরে সেখানে মিষ্টিমুখের আয়োজন করা হয়।