মেহেরপুর নিউজঃ
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পত্নী সৈয়দ মোনালিসা ইসলাম বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কমেটি অনুমোদন করেছেন। বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটিতে ২১ জনকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে, তার অন্যতম সৈয়দা মোনালিসা ইসলাম। এদিকে সৈয়দা মোনালিসা ইসলাম কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় মেহেরপুর জেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।