মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী গণসংযোগ করেছেন। মঙ্গলবার রাতে অ্যাডভোকেট মিয়াজান আলী মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে গনসংযোগ করেন।
মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে গণসংযোগকালে এলাকার তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান। গণসংযোগ কালে অন্যদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ নেতা কুতুবুদ্দিন, জহুরুল ইসলাম, ফাইম হোসেন, আব্দুল হামিদ, আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।