বর্তমান পরিপ্রেক্ষিত

সোনাপুরে এক কাঠা জমির ধানের চারা কেটে দিয়েছে দূবৃত্তরা

By মেহেরপুর নিউজ

February 13, 2017

মেহেরপুর নিউজ, ১৩ ফেব্রুয়ারি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে বেদেনা খাতুন নামের এক কৃষাণীর এক কাঠা জমির ধানের চারা কেটে দিয়েছে দূবৃ্ত্তরা। রবিবার দিবাগত রাতের কোন একসময় দূবৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। স্খানীয়রা জানান, সোমবার সকালে খবর পেয়ে পেয়ে বেদেনা খাতুন তার জমিতে গিয়ে দেখে তার এক কাঠা জমির ধানের চারা কেটে দিয়ে দূবৃত্তরা। এতে ২৮ জাতের ধানের চারা ছিল ৮গোন্ডা এবং ২৬ জাতের ধানের চারা ছিল ১২ গোন্ডা। যা দিয়ে প্রায় ২বিঘা জমি চাষাবাদ করা যেত। কৃষাণী বেদেনা খাতুন অভিযোগ করে জানান, গ্রামের কিতাব মোল্লার ছেলে নাজিম মোল্লা, আলিহিমের ছেলে আনিসুর ও ফুলসুরাত পূর্বশত্রুতার জের ধরে তার এ ক্ষতি করেছে। এদিকে ধানের চারা কাটার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে সে জানায়।