বর্তমান পরিপ্রেক্ষিত

স্কুল পরিদর্শনে গিয়ে কষ্ট নিয়ে ফিরে এলেন জেলা প্রশাসক

By মেহেরপুর নিউজ

September 03, 2018

মেহেরপুর নিউজ, ০৩ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলার আমদহ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে কষ্ট নিয়ে ফিরলেন জেলা প্রশাসক আনোয়ার হোসেন । সোমবার বিকাল ৪ টায় আমদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে জেলা প্রশাসক দেখেন স্কুল আগেই ছুটি হয়ে গিয়েছে। পাওয়া গেল প্রধান শিক্ষক কাজী মতিনুল ইসলামকে । তার কাছে সময়ের আগেই স্কুল ছুটির কারণ জানতে চাইলে তিনি কোন সদোত্তর দিতে পারিনি। এ বিষয়ে জেলা প্রশাসক আনোয়ার হোসেন বলেন, সময় বিকেল ৪:০০ ঘটিকা। স্কুল দেখতে গেলাম। কিন্তু এর আগেই স্কুল ছুটি। প্রধান শিক্ষককে পাওয়া গেল। নির্ধারিত সময়ের আগে (বিকাল ৪:১৫মি) কেন ছুটি দেওয়া হল বললে কোন উত্তর নেই। কি আর করা, কষ্ট নিয়ে ফিরে আসা। নিজের দাপ্তরিক কাজ শেষে শহরের অথবা প্রত্যন্ত গ্রামের স্কুল পরিদর্শন করেন । তিনি স্কুলের শিক্ষার্থীদের মাঝে শৃক্সখলা ফেরাতে ও শিক্ষকদের নিয়মিত পাঠ দান করানোর মানসিকতা সৃষ্টির লক্ষ্যে তিনি স্কুল পরিদর্শন করে থাকেন। স্কুলে গিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে নানা ধরনের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তিনি। তবে জেলা প্রশাসকের হঠাৎ স্কুল পরিদর্শনে স্কুলের শিক্ষকবৃন্দ ভয়ে থাকেন। ।