অন্যান্য

স্ত্রীর শরীর ঝলসে দিয়েছে পাষন্ড স্বামী

By মেহেরপুর নিউজ

October 17, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ অক্টোবর: সকালের নাস্তাা তৈরী করতে দেরী করায় গরমপানি দিয়ে স্ত্রীর শরীর ঝলসে দিয়েছে মিজান নামের এক পাষন্ড স্বামী। মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে এ বর্বর ঘটনা ঘটে। শুক্রবার সকালে মুজিবনগন উপজেলার দারিয়াপুর গ্রামে মিজানের স্ত্রী জোসনা থাতুন সকালেরনাস্তা তৈরী করতে একটু দেরী করে ফেলে। এতে তার স্বামী মিজান ক্ষিপ্ত হয়ে চুলায় থাকা গরম পানি  জোসনার শরীরে ঢেলে দেয়।  এতে জেসনার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে পরিবারের লোকজন জোসনাকে উদদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ দিকে এঘটনার পর থেকে স্বামী মিজান পালাতক রয়েছে।