আইন-আদালত

স্ত্রী দায়ের করা মামলার পলাতক স্বামীর অাত্মসমর্পন

By মেহেরপুর নিউজ

August 14, 2018

মেহেরপুর নিউজ, ১৪ আগষ্ট: স্ত্রীর দায়ের করা মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গাংনী উপজেলার খাস মহল গ্রামের দেলোয়ার হোসেন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দিয়েছেন।

মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃ শাহীন রেজা গতকাল মঙ্গলবার দেলোয়ারকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। দেলোয়ার হোসেন খাস মহল গ্রামের আলী হোসেনের ছেলে।

২০১৪ সালের ২৪ মার্চ দেলোয়ার হোসেনের স্ত্রী নাজমিন নাহার তার স্বামী দেলোয়ার হোসনের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় একটি মামলা দায়ের করে। ২০১৬ সালের ২৮ নভেম্বর তৎকালীন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃ আব্দুল্লাহ আল মাসুদ দেলোয়ার হোসেন কে ২ বছরের বিনা শ্রম কারাদন্ড দেন। ঐ সময় থেকে দেলোয়ার পলাতক ছিলো। গতকাল মঙ্গলবার দেলোয়ার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক শাহীন রেজা তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন।