মেহেরপুর নিউজ,০৬ অক্টোবর: বেশ কিছুদিন ভ্যাপসা গরম শেষে অবশেষে নামলো স্বস্তির বৃষ্টি।কিন্তু স্বস্তির বৃষ্টি মেহেরপুর বাসীর অস্বস্তির কারণ হয়ে দাড়িয়েছে। মঙ্গলবার বিকালে ঘন্টা খানেকের বৃষ্টিতে মেহেরপুর শহরের বড়বাজার এলাকায় হাটু পানি জমে যায়। ফলে বিপাকে পড়েছে ব্যাবসায়ীসহ এলাকাবাসী।
এনিয়ে সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে আলোচনা সমালোচনার ঝড় বইছে। কেউ লিখেছেন উন্নয়নে ভাসছে মেহেরপুর শহরের রাস্তাঘাট।আবার কেউ লিখেছেন একটু বৃষ্টিতেই হাটু পানি ।অনেকে আবার মেহেরপুরকে বিদ্রুপের দৃষ্টিতে মন্তব্য করেছেন। পাল্টা জবাবও দিয়েছেন পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু। তিনি বলেছেন, দোকানদার দোকান ঝাড়ু দেয়ার পর সেগুলো নির্দিষ্ট স্থানে না ফেলে ড্রেনে ফেলার কারণে ড্রেন জমে গেছে। ফলে নিস্কাশন হচ্ছে না। ময়লাগুলো নির্দিষ্টস্থানে ফেললে পানি জমতো না বলে তিনি জানিয়েছেন। অনেকে মেহেরপুর নিউজকে ফোনে বলেন, আলোকরশ্মির ঝলকানিতে হয়তো মেহেরপুর শহর আলোকিত হচ্ছে। কিন্তু রাস্তা , ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিস্কাশনের বিষয়গুলো পৌর কতৃপক্ষের দৃষ্টি দেয়া উচিত আগে। এখানে জনজীবন জড়িত।