কৃষি সমাচার

স্বস্তির বৃষ্টিতে মুজিবনগরে ঝড়-বৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি

By Meherpur News

April 30, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে টানা তীব্র তাপপ্রবাহে জনজীবনে অস্বস্তি নেমে আসে। এ সময় ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ উঠেছিল। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও দেখা মিলছিল না মেহেরপুরে।

বুধবার দুপুরের দিকে অবশেষে মেহেরপুরে সেই কাঙ্ক্ষিত বৃষ্টি হয়েছে। এতে জনজীবনে অনেকটা স্বস্তি নেমে আসলেও মুজিবনগরে ঝড়ের সাথে বৃষ্টিতে মাঠের কাঁচা পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে কদিন যাবত মেহেরপুর জেলার মানুষ হাঁপিয়ে উঠছিল। গত দুই দিন যাবত মেহেরপুরের আকাশে মেঘের দেখা দিলেও বৃষ্টি হয়নি। বুধবার সকাল থেকে মেহেরপুরের আকাশে মেঘ লক্ষ্য করা যাচ্ছিল। দুপুরের পর প্রচন্ড মেঘে মেহেরপুরের আকাশ ছেঁয়ে যায়। এরপরে সামান্য বৃষ্টি হয়। এতে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।

এদিকে একই সময়ে মুজিবনগরে প্রচন্ড ঝড়ের সাথে বৃষ্টিপাত হয়। ঝড়ে মুজিবনগর উপজেলা তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপর বড় একটি গাছ ভেঙে পড়লে বিদ্যালয়ের ব্যাপক ক্ষতি হওয়ার পাশাপাশি বৃষ্টির পানিতে মাঠে কেটে রাখা বোরো ধান পানির নিচে তলিয়ে যায়। একই সাথে অনেক জমির ধান মাটিতে ন্যুয়ে পড়ে।