বর্তমান পরিপ্রেক্ষিত

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শণী ও পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

March 26, 2017

মেহেরপুর নিউজ,২৬ মার্চ: মেহেরপুরে কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শন ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। রবিবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন। জেলা প্রশাসক পরিমল সিংহ কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন। পরে বাংলাদেশ পুলিশ, আনছার, বিডিপি, বিএনসিসি, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গার্ল গাইড, গাল ইন স্কাউট, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্ল গাইড, হলদে পাখি, বালক উচ্চ বিদ্যালয়, মেহেরপুর জিনিয়াস ল্যবরেটরি স্কুল এন্ড কলেজ, সরকারী শিশু পরিবার, গ্লোরিয়ার্স প্রি-ক্যাডেট একাডেমীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ গ্রহন করেন। রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহ সালাম গ্রহন করেন। এর আগে তিনি কবুতর ও বেলুন উড়িয়ে স্বাধীনতা দিবস অনুষ্ঠানের সূচনা করেন এবং মাঠ প্রদর্শন করেন।

পরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনিছুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহামেদ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীব, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, সাধারণ সম্পাদক এম এ খালেক, সহ-সভাপতি আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, সহকারী কমিশনার মোহাম্মদ নুরে এ আলম, রামানন্দ পাল প্রমুখ। পরে সেখানে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনীতে ক গ্রুপে কুচকাওয়াজে প্রথম হয়েছেন মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গার্ল গাইড, ২য় হয়েছে একই বিদ্যালয়ের গার্ল ইন স্কাউট এবং ৩য় হয়েছে ফেন্ডস ফাউন্ডেশন মডেল একাডেমী। খ গ্রুপে কুচকাওয়াজে প্রথম হয়েছে গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমী, ২য় ছহি উদ্দিন ব্রিলিয়ান্ট একাডেমী এবং ৩য় হয়েছে জিনিয়াস ল্যবরেটরি স্কুল এন্ড কলেজ। শরীর চর্চা প্রদর্শনীতে ক গ্রুপে প্রথম হয়েছে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গার্ল গাইড, ২য় হয়েছে একই বিদ্যালয়ের গার্ল ইন স্কাউট এবং ৩য় সরকারী শিশু পরিবার। শরীর চর্চা প্রদর্শনীতে খ গ্রুপে প্রথম হয়েছে জিনিয়াস ল্যবরেটরি স্কুল এন্ড কলেজ, ২য় হয়েছে ছহি উদ্দিন ব্রিলিয়ান্ট একাডেমী এবং ৩য় হয়েছে সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়।