অন্যান্য

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক প্রসেনজিৎ বোস ওরফে বাবুয়া বোস আর নেই ।। সকাল সাড়ে ১০ টায় গার্ড অব অনার

By মেহেরপুর নিউজ

October 13, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৩ অক্টোবর: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ও মুক্তিযোদ্ধা প্রসেনজিৎ বোস বাবুয়া পরলোকগম করেছেন। আজ সোমবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে মেহেরপুর বোসপাড়ার নিজস্ব বাসবভন বোস ভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। প্রসেনজিৎ বোস বাবুয়া দীর্ঘন ধরে বার্ধ্যক্য জনিত রোগে ভুগছিলেন। পরিবারের পক্ষ থেকে জানা গেছে, আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে  প্রসেনজিৎ বোস বাবুয়াকে গার্ড অব অনার প্রদান করা হবে। পরে সকাল ১১ টায় ড. সামসুজ্জোহা নগর উদ্যান থেকে শশ্মান যাত্রা শুর হবে। প্রসেনজিৎ বোস বাবুয়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জল্লাদের দরবার খ্যাত নাটকে অভিনয় করেছেণ । রাজনৈতিক জীবনে তিনি ন্যাপ’র মেহেরপুর জেলা শাখা সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি একজন সাংগাঠনিক ব্যাক্তি হিসেবে হিন্দু ,বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন দীর্ঘদিন। প্রসেনজিৎ বোস বাবুয়া তার কর্মময় জীবেনর জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমী, অরিন্দম সাংস্কৃতি গোষ্টীসহ একাধীক পুরুস্কারে ভূষিত হয়েছেন।

এদিকে প্রসেনজিৎ বোস বাবুয়ার মৃত্যুতে শোক মুহ্যমান পুরো মেহেরপুর। তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মেহেরপুর নিউজের চেয়ারম্যান পলাশ খন্দকার, সাংবাদিক তুহিন আরন্য, আতিকুর রহমান টিটু,ওয়াজেদুল হক জেদু, আশরাফুল ইসলাম, মিজানুর রহমান,গোলাম মোস্তফা,ফারুক হোসেন, মাহবুবুল হক পোলেন, সাঈদ হোসেন, নাসের চৌধুরী, মুজাহিদ মুন্না, ইয়াদুল মোমিন, আবু আক্তার, জুলফিকার আলী কানন, ফরুক আহমেদ, মীর সউদ আলী চন্দন, ফারুক আহমেদ ,রমিজ আহসান, সুশীল সমাজের পক্ষে আবুদল্লাহ আল আমিন ধুমকেতু, মাহবুবুল হক মন্টু, শামিম জাহাঙ্গীর সেন্টু, মাহবুব চান্দু, শাশ্বত নিপ্পন, নিশান সাবের, ন্যাপের পক্ষে সভাপতি রুহুল আমিন, সাধারন সম্পাদক সাজেদুর রহমান সহ মেহেরপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।