বর্তমান পরিপ্রেক্ষিত

স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মেহেরপুরে মুজিবনগর দিবসের অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

April 17, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ এপ্রিল: সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় ও জেলা প্রশাসনের উদ্যেগে মুজিবনগর স্মৃতিসৌধে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের দু’ দিন ব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। আজ ১৭ এপ্রিল মঙ্গলবার ভোর সোয়া ৫ টায় মুজিবনগর স্মৃতিসৌধের পাদদেশে জাতীয় পতাকা উত্তোলন করেন মেহেরপুরের জেলা প্রশাসক দেলওয়ার হোসেন ও মেহেরপুরের পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উর্দ্ধতন অন্যান্য কর্মকর্তাগন। এছাড়া ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ২ দিন ব্যাপী নানা কর্মসূচীর মধ্যে রয়েছে, সকাল ১১ টায় মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন,সকাল সাড়ে ১১ টায় আওয়ামীলীগের আয়োজনে শেখ হাসিনা মঞ্চে জনসভা,বিকাল সাড়ে ৩ টায় মুক্তিযুদ্ধভিত্তিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন,বিকাল সাড়ে ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান,১৮ এপ্রিল সকাল ৯ টায় কুইজ প্রতিযোগীতা, সকাল ৯টা ৪০ মিনিটে বিতর্ক প্রতিযোগীতা,সকাল সাড়ে ১০ টায় বাংলা হাতের লেখা প্রতিযোগীতা এবং দুপুর সাড়ে ১২ টায় পুরষ্কার বিতরন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দু’দিন ব্যাপী অনুষ্ঠান মালার সমাপ্তি।