বর্তমান পরিপ্রেক্ষিত

স্যানিটেশসন স্বাস্থ্য শিক্ষা ও নিরাপদ পানি সরবরাহে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 02, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ নভেম্বর:

মেহেরপুর পৌরসভা ও সেতুর যৌথ উদ্যোগে ডি পি এইচ ই, ইউনিসেফ, ডি এফ আই ডি এবং সেভ দি চিলড্রেনের সহযোগিতায় স্যানিটেশসন স্বাস্থ্য শিক্ষা ও নিরাপদ পানি সরবরাহ (জিওবি ইউনিসেফ) প্রকল্প আরবান কম্পোনেন্টের আওতায়  মঙ্গলবার বিকেলে মেহেরপুর পৌরসভার কালাচাঁদপুরে সাবান বিতরন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর মেয়র আলহাজ মোঃ মোতাচ্ছিম বিল্লাহ মতু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মনিরুল ইসলাম, কবির, মেয়র পত্নী ঝর্না বিল্লাহ, বস্তি উন্নয়ন কর্মকর্তা খন্দকার জাহিদুর রহমান প্রমুখ। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে সেখানে এলাকাবাসীর মধ্যে সাবান বিতরন করা হয়।