বর্তমান পরিপ্রেক্ষিত

স্যানেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামকে জাতীয় পর্যায়ে সম্মাননা প্রদান

By মেহেরপুর নিউজ

June 11, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামকে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে বিশেষ অবদান রাখায় তামাক নিয়ন্ত্রণে জাতীয় পর্যায়ে সম্মাননা প্রদান করা হয়েছে।

রবিবার সকালের দিকে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপনের জাতীয় অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মেহেরপুর সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামকে পদক প্রদান করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালিক উপস্থিত থেকে মেহেরপুর সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামকে পদক তুলে দেন। তারিকুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের বাসিন্দা। তারিকুল ইসলাম কর্মকর্তা ক্যাটাগরিতে তামাক নিয়ন্ত্রণের জাতীয় সম্মাননা ২০২৩-এ মনোনীত করা হয়।