বর্তমান পরিপ্রেক্ষিত

হজ্বে গিয়ে মারা গেলেন প্রভাষক আশরাফুল

By মেহেরপুর নিউজ

March 16, 2024

 সাহাজুল সাজু :

সৌদি আরবে উমরাহ হজ্বে গিয়ে আসওয়াদ পাথরে চুমা দিতেই মারা গেলেন প্রভাষক আশরাফুল ইসলাম। তিনি মেহেরপুরের গাংনী সরকারী ডিগ্রী কলেজের মার্কেটিং বিভাগের প্রভাষক। এবং গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের হােগলবাড়িয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে। চাকরীর সুবাদে তিনি গাংনী শহরে বসবাস করে আসছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাংলাদেশ সময় দুপুরের দিকে তিনি মারা যান। আশরাফুল ইসলামের সাথে তার স্ত্রীরও হজ্বে গিয়েছিলেন বলে জানা গেছে। আশরাফুল ইসলামের সাথে অংশ নেয়া গাংনীর ধানখােলা ইউনিয়ন পরিষদের সচিব ও জেলা সচিব কমিটির নেতা রফিকুল ইসলাম জানান,আশরাফুল আমাদের কয়েকজনের সাথে সৌদির আসওয়াদ পাথরে চুমা দিতেই স্টােক করেন। তাকে দ্রুত একটি হাসপাতালে নিলে,সেখানে কর্তব্যরত ডাক্তার মৃত ঘােষণা করেন।

আশরাফুল ইসলামের বন্ধু গাংনী মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক হারুন-অর রশীদ রবি জানান,আশরাফুলের রুমা বিভিন্ন রােগে আক্রান্ত ছিল। তার স্ত্রীর ইচ্ছা পূরণের লক্ষে তারা স্বামী-স্ত্রী হজ্বে গিয়েছিল। সে এভাবে আমাদের মাঝে থেকে পরপারে চলে গেলাে। এটা খুবই কষ্টদায়ক।