জাতীয় ও আন্তর্জাতিক

হজ্বে যারা যাবেন আপনাদেরকে মেহেরপুর তথা বাংলাদেশের মর্যাদা রক্ষার চেষ্টা করতে হবে— মোহাম্মদ আনোয়ার হোসেন

By মেহেরপুর নিউজ

June 22, 2018

মেহেরপুর নিউজ, ২২ জুন:

মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন, মেহেরপুর থেকে আপনারা যারা হজ্বে যাবেন আপনাদেরকে মেহেরপুর তথা বাংলাদেশের মর্যাদা রক্ষার চেষ্টা করতে হবে। আপনাদের কারণে যাতে দেশের মর্যাদা ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, আপনারা সকলে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করছেন। আপনারা হবেন বাংলাদেশের রাষ্ট্রদূত। কারণ আপনাদের ব্যাগে বাংলাদেশের পতাকা লাগানো থাকে।অতএব দেশের মর্যাদা রক্ষা করা আপনার দায়িত্বও।

তিনি আজ সরকারি ও বেসরকারি হ্জ্ব যাত্রীদের ২য় ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দু’দিন ব্যাপী চলা সরকারি ও বেসরকারি হ্জ্ব যাত্রীদের ২য় ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন।বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ আহাম্মদ, মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ কে এম শাহিন কবির, জেলা ইমাম সমিতির সভাপতি আনাসার উদ্দিন বেলালী ও মাওলানা হাবিবুর রহমান।

জেলা প্রশাসক বলেন, হজ্ব করে নিজেদেরকে পরিবর্তন করতে হবে। নিজেরা পরিবর্তর হলে বাংলাদেশের পরিবর্তন সম্ভব।