রাজনীতি

হরতাল ও অবরোধের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি’র ফল ভাল হবে না—এ্যাড.মিয়াজান আলী

By মেহেরপুর নিউজ

December 19, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ ডিসেম্বর: মেহেরপুর জেলা পরিষদের নব নিযোগপ্রাপ্ত প্রশাসক এ্যাড. মিয়াজান আলী বলেছেন, আজকের যারা হরতাল ও অবরোধের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করছেন তাদের ফল ভাল হবে না। তিনি বলেন, বিগত সরকার বিদ্যুত নিয়ে ছিনিমিনি খেলেছেন, কৃষক হত্যা করেছেন।

বর্তমান সরকার দেশের বিদ্যুত চাহিদা পূরন করছেন। কৃষকের দোর গোড়ায় সেবা পৌঁছে দিচ্ছেন। আর এ কারনে বিরোধীদর প্রতিহিংসায় জ্বলে মরছে। অ্যাড. মিয়াজান আলী রোববার সন্ধ্যায় মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়ে মেহেরপুর জেলা ছাত্রলীগ আয়োজিত এক আনন্দ মিছিল পরবর্তী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই কথাগুলো বলেন। জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক  আব্দুল মান্নান ছোট, সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, জেলা সৈনিক লীগের সভাপতি কাবিজুল হক মিলন, যুবলীগ নেতা আশরাফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোজাম্মেল হক, অ্যাড. খ. ম. হারুন ইমতেয়াজ বিন জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, এমদাদুল হক জীবন, বিদ্যুত, আহসান হাবিব, বিপ্লব হোসেন প্রমুখ। এদিকে এর আগে অ্যাড. মিয়াজান আলী মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক নিযোগ পাওয়ায় মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।