কৃষি সমাচার

হরিরামপুরের আব্দুস সালামের ড্রাগন গাছে ফুল ও ফল

By মেহেরপুর নিউজ

June 07, 2020

মেহেরপুর নিউজ:

বিদেশি ফল ড্রাগন চাষে আগ্রহী হয়ে আব্দুস সালাম দেড় বিঘা জমিতে চাষ শুরু করেন । বর্তমানে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের ড্রাগন চাষি আব্দুস সালামের বাগানে ড্রাগনের ফুল ও ফল আসতে শুরু করেছে।

মুক্তিযোদ্ধা আব্দুস সালাম তার নিজ উদ্যোগে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে দেড় বিঘা জমিতে ড্রাগন চাষ শুরু করেন। ৪৫ টাকা পিস ড্রাগনের চারা যশোর থেকে আনার পর সে ড্রাগনের বেশকিছু ফুল এবং ফল ফুটতে শুরু করেছে।

আবদুস সালাম জানান অত্যন্ত কষ্টসাধ্য হলেও এটি লাভজনক কৃষি চাষ। এদিকে হরিরামপুর বিলের কিনারে ড্রাগন ফলের চাষ প্রতিদিনই সেখানে দর্শনার্থীদের ভিড় জমাতে দেখা গেছে। একই সাথে আব্দুছালাম এখন থেকেই তারা দেওয়া শুরু করেছে। ড্রাগনের চারা কিন্তু সেখানে অনেক ভিড় করেন।