মেহেরপুর নিউজ, ২৪ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর জলমহাল ব্যবস্থপনা কমিটির উদ্যোগে হরিরামপুর বিলে মাছ আহরনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে জেলা পরিষদের সদস্য ও জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বশিরা পলি মাছ আহরণের উদ্বোধন করেন।
জলমহাল ব্যবস্থপনা কমিটির সভাপতি ফিরাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা আমিরুল ইসলাম। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সার্থক আলী প্রমুখ।