বর্তমান পরিপ্রেক্ষিত

হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ মেহেরপুরে এক দিনের সফরে

By Meherpur News

September 15, 2025

মেহেরপুর নিউজঃ

বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ এক দিনের সংক্ষিপ্ত সফরে মেহেরপুর পৌঁছেছেন। সোমবার রাতে তিনি মেহেরপুর সার্কিট হাউস এ আগমন করেন, যেখানে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম নাসিম রেজা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী এবং অন্যান্য বিচারক।

বিচারপতি জাফর আহমেদ মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং লিগ্যাল এইড অফিস পরিদর্শন করবেন।