বর্তমান পরিপ্রেক্ষিত

হাই কোর্টের রায়!মেহেরপুর পিবিএস’র ৬ নং এলাকা পরিচালকের ভোট যুদ্ধে থাকছেন লিটন

By মেহেরপুর নিউজ

January 13, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ জানুয়ারী:

আগামী ১৬ জানুযায়ী মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির (পিবিএস) অনুষ্ঠিতব্য নির্বাচনে খাজা মঈনদ্দীন ওরফে লিটন প্রতিদ্বন্দিতা করতে পারছেন। গত ১০ জানুয়ারী হাই কোর্টের যৌথ বেঞ্চে বিচারক ফরিদ আহমেদ ও শেখ হাসান আরিফ পিবিএস নির্বাচন প্রত্যাশি লিটনের পক্ষে ওই রায় দেন। এতে তার নির্বাচনে অংশ গ্রহন করতে কোন বাধা থাকল না।

এমতাবস্থায় মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির ৬ নং এলাকা পরিচালকের পদে ভোট যুদ্ধে থাকছেন ৩ জনের মধ্যে সাবেক পরিচালক আল আমীন হোসেন ও খাজা মঈনদ্দীন ওরফে লিটন। মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সহসভাপতি হিসেবে কর্মরত আছেন মর্মে অভিযোগ পাওয়া যাওয়ায়  মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির ৬ নং এলাকা পরিচালকের পদে ভোট যুদ্ধের প্রচার প্রচারনা চালিয়েও মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের মোঃ আব্দুল খালেকের ছেলে মোঃ খাজা মঈনদ্দীন ওরফে লিটনের মনোনয়পত্র বাতিল করেন নির্বাচন কমিশন। এ ঘটনায় নির্বাচন প্রত্যাশি লিটন হাই কোর্টে রিট করেন। খাজা মঈনদ্দীন ওরফে লিটন’র পক্ষে কৌসুলি ছিলেন ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ সাব্বির হামজা চৌধুরী। উল্লেখ্য, দলীয় পদের পরিচয় থাকায় মেহেরপুর সদর উপজেলা বিএনপি’র সহ-সাংগাঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির ৬ নং এলাকা পরিচালকের পদে ভোট যুদ্ধে অংশ গ্রহণ থেকে বাদ পড়েন।