বিশেষ প্রতিবেদন

হাতির চাঁদাবাজি !

By মেহেরপুর নিউজ

July 20, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ জুলাই : মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর বাজারে সার্কাসে আসা হাতির চাঁদাবাজিতে মেহেরপুরের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। জানা গেছে, মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গত ৬ জুলাই থেকে কোমরপুর বাজারে সার্কাস প্রদর্শনীর আয়োজন করা হয়। দি বুলবুল সার্কাস নামের ওই সার্কাসে ২ টি হাতি সার্কাস শুরুর কয়েক দিন আগে থেকে কোমরপুরে আসে। সার্কাসে আসা হাতি ২ টি মহাজনপুর ইউনিয়নের প্রতিটি গ্রাম থেকে শুরু করে মেহেরপুর ও মুজিবনগর উপজেলা বিভিন্ন গ্রাম-গঞ্জের প্রতিটি বাড়ি ও ব্যবসা কেন্দ্রে  হাজির হয়ে মাহুতের ইশারায় হাতি সুঁড় তুলে সালাম দিচ্ছে। মোটা অংকের সেলামি না নেওয়া পর্যন্ত হাতি সেখান থেকে সরছে না। দুই-এক টাকা দিলে হাতি মাহুতের ইশারায় তা না নিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। মাহুতের ইশারায় হাতি এক প্রকার ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করছে। হাতির চাঁদাবাজিতে অস্থির হয়ে এলাকার মানুষ হাতি সরাতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে।