বর্তমান পরিপ্রেক্ষিত

হারানো সন্তানকে ফিরে পেতে মায়ের অনুরােধ

By মেহেরপুর নিউজ

January 14, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামের উত্তরপাড়ার ফরজ আলীর ছেলে মিনারুল ইসলাম (১৮) হারিয়ে গেছে। সে বাক ও শ্রবণ প্রতিবন্ধী। মিনারুল কেবলমাত্র ভাত চাওয়ার কথা ছাড়া কোন কথা বলতে পারেনা। মিনারুল কখনও কখনও শরীরে কাপড় রাখতে চাইনা। গত এক বছর পূর্বে মিনারুল বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পিতা-মাতা ও স্বজনরা বিভিন্ন স্থানে সন্ধান করেও তার হদিস পায়নি। সন্তান হারানাের শােকে তার মা-বাবা পাগল প্রায়ই।

যদি কােন হৃদয়বান ব্যক্তি মিনারুলের সন্ধান পান। তাহলে মিনারুলকে তার মায়ের কাছে পৌঁছে দিতে অনুগ্রহপূর্বক নিম্নে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন।

০১৮৮৭০৫৫৪৯৪