বর্তমান পরিপ্রেক্ষিত

হাসনাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ

By মেহেরপুর নিউজ

February 22, 2017

মেহেরপুর নিউজ, ২২ ফেব্রুয়ারি: পাশের বাগানের ক্ষতির দোহাই দিয়ে মেহেরপুর সদর উপজেলার হাসনাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একটি পুরাতন কড়ুই গাছ কেটে ফেলা হচ্ছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বানি আমিনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তিনি গত ১৯ জানুয়ারি কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। তবে সভাপতির দাবি বিদ্যালয়ের পাশের বাগান মালিকের ক্ষতি হচ্ছে এমন অভিযোগের কারণে সকলে মিলে গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল থেকে কয়েকজন শ্রমিক হাসনাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি কুড়ই গাছ কাটতে শুরু করে। গাছের সকল ডালপালা কেটে দুটি পাওয়ার ট্রলিতে করে নিয়ে যাওয়া হয়েছে। গাছের গোড়ার পার্শ্ব কাটা হয়েছে। পরে একটি ফোনে তারা গাছ কাটা বন্ধ করে ওই ডালাপালা গুলো নিয়ে চলে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন জানান, কয়েক বছর আগে এ ধরণের বড় একটি কড়ুই গাছ একই ভাবে কেটে ফেলা হয়েছে। তখন কেউ কোন ব্যবস্থা নেননি। স্থানীয়রা অভিযোগ করে জানান, সবসময় ক্ষমতাসীন দলের নেতারা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কোন কথা বলতে পারেন না। নতুন সভাপতি যোগদানের মাসখানেক না হতেই গাছ কাটায় এলাকায় নানারকম গুঞ্জন চাওড় হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, যে গাছটি কাটা হচ্ছে তার বয়স কমপক্ষে ১২ বছর হবে। ব্যাস হবে আনুমানিক ৫ থেকে ৬ ফুট এবং দৈঘ্য হবে ১৫ থেকে ২০ ফুট। আর পাশের বাগানের আমগাছগুলির বয়স খুব বেশি হলে ৪ থেকে ৫ বছর হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফাজ হোসেন বলেন, আমি আজ ( বুধবার) থেকে দুই দিনের ছুটিতে এসেছি। গাছ কাটার খবর পাওয়ার পর সভাপতিকে বলে গাছ কাটা বন্ধ করেছি এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেছি। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বানি আমিন  বলেন, পাশের একটি আম বাগান মালিকের অভিযোগের প্রেক্ষিতে গত মিটিংয়ে সদস্য ও অভিভাবকরা মিলে গাছটি কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। সে মোতাবেক গাছটি কাটা হচ্ছে। তবে অভিযোগ পাওয়ায় গাছ কাটা বন্ধ রাখা হয়েছে। গাছ কাটার এখতিয়ার কমিটির আছে কিনা এ প্রশ্নের জবাবে সভাপতি বলেন, আগামী কাল কমিটির লোকজন নিয়ে অফিসে যাব। আপনার সাথেও যোগাযোগ করব। পরে গাছ কাটার সিদ্ধান্তের ব্যাপারে প্রধান শিক্ষককে পুনরায় যোগাযোগ করা হলে তিনি বলেন, গাছ কাটার বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি এবং কোনো রেজুলেশন করা হয়নি। এ ব্যাপারে মেহেরপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিন বলেন, বিদ্যালয়ের গাছ কাটার এখতিয়ার প্রধান শিক্ষক বা কমিটির সভাপতি কারো নেই। গাছ কাটার খবর পেয়ে সংশ্লিষ্ট ক্লাষ্টারের (এলাকার) দায়িত্বরত সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শামিম সুলতানকে ওই বিদ্যালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শামিম সুলতান বিদ্যালয় পরিদর্শন করে গাছ কাটার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সামান্য কিছু ডালপালা বিদ্যালয় প্রাঙ্গনে আছে। বেশির অংশই নিয়ে যাওয়া হয়েছে। প্রধান শিক্ষক ছুটিতে থাকায় রেজুলেশন বহি দেখা গেল না।