ইতিহাস ও ঐতিহ্য

“হে তারুণ্য তুমি দাড়াও” শীর্ষক উপস্থাপনা

By মেহেরপুর নিউজ

April 17, 2015

মেহেরপুর নিউজ,১৭ এপ্রিল: কুচাওকাওয়াজ শেষে শেখ হাসিনা মঞ্চের সামনে “যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই…. বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই….. তবে বিশ্ব পেত এক মহান নেতা,আমরা পেতাম ফিরে জাতির পিতা……। এই গানে কন্ঠ দিয়ে “হে তারুন্য তুমি দাড়াও” শিরোনামে উপস্থাপনা করলো একদল তরুণ শিল্পি। এর পর একে একে আমাদের দেশ সব মানুষের, ছোটদের বড়দের সকলের….. এর রকম বিভিন্ন দিশাত্মকবোধক গান দিয়ে সাজানো হয়েছিলো হে তারুণ্য তুমি দাড়াও।একজন নির্ভিক বাঙালীর বজ্রকন্ঠ তুমি শুনতে কি পাও? হে তারুণ্য তুমি দাড়াও,তুমি দেখতে কি পাও? পরে কবি নজরুলের বিখ্যাত “রণ সঙ্গীত” চল চল চল পরিবেশন করা হয়।