জাতীয় ও আন্তর্জাতিক

১০ ঘন্টা পর ইন্টারনেট চালু

By মেহেরপুর নিউজ

December 28, 2018

প্রযুক্তি ডেস্ক, ২৮ ডিসেম্বর: ১০ ঘন্টা পর তৃতীয় ও চতুর্থ প্রজন্মের (থ্রি-জি ও ফোর-জি) ইন্টারন্টে সেবা চালু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৮ পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ ছিল।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সকল মোবাইল অপারেটর কোম্পানীগুলোকে থ্রি জি ও ফোর জি ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দেয়।  তবে টু জি সেবা চালু ছিল বলে জানা গেছে।

জাতীয় নির্বাচন সামনে রেখে বিটিআরসি এ সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত। তবে এ বিষয়ে বিটিআরসির নির্দেশনায় কিছু বলা হয়নি। এর আগে নির্বাচন কমিশনের আহ্বানে শুক্রবার বিকেল থেকে মোবাইল ফোনে অর্থ লেনদেন বন্ধের নির্দেশ জারি করে বাংলাদেশ ব্যাংক। এখন বিটিআরসি দ্রুতগতির নেটওয়ার্ক ও ইন্টারনেট ব্যবহার বন্ধ করে দিয়েছে।