বর্তমান পরিপ্রেক্ষিত

১০ টাকার চালে অনিয়ম ।। মেহেরপুরে দুই জনের ডিলারশিপ বাতিল

By মেহেরপুর নিউজ

October 29, 2016

মেহেরপুর নিউজ,২৯ অক্টোবর: হতদরিদ্র জনসাধারণের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতকল্পে ১০ টাকা কেজি চাল দেওয়া শুরু করেছে সরকার। সে হিসেবে মেহেরপুর জেলার ১৮টি ইউনিয়নে চাল দেয়া শুরু করে জেলা খাদ্য বিভাগ। চাল দেওয়ার জন্য ১৮ জন ডিলারও নিয়োগ করা হয়েছে। এই চাল বিতরণ নিয়ে নানা অনিয়মের খবর পাওয়া গেছে। ইতিমধ্যে অনিয়মের অভিযোগে দুজনের ডিলারশিপ বাতিল করা হয়েছে। জেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, এক মাসের চাল দিয়ে কার্ডে দুই মাসের স্বাক্ষর করার অনিয়মে গত বহস্পতিবার গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ডিলার জিয়াউল হক এবং সপ্তাহখানেক আগে ষোলটাকা ইউনিয়নের ডিলাল আনোয়ার হোসেন পাশার ডিলারশিপ বাতিল করেছে জেলা খাদ্য বিভাগ। দুটি ইউনিয়নের মধ্যে সাহারবাটি ইউনিয়নে ২৭২ জন এবং ষোলটাকা ইউনিয়নে এই কার্ডের সুবিধা পেয়েছেন ২৮৮ জন। সাহারবাটি গ্রামের অনীল সাহা নামের এক কার্ডধারী অভিযোগ করে বলেন, গত ২২ অক্টোবর সাহারবাটি ইউনিয়নের ডিলার জিয়াউলের কাছে চাল নিতে গিয়ে দুই মাসের জন্য ৬০০ টাকা দেয়া হয়। কিন্তু সে কার্ডে দুই মাসের টিপসহি নিয়ে নেন এবং তারিখে ৩০০ টাকা ফেরত দিয়ে এক মাসের ৩০ কেজি চাল দেন। অথচ গত মাসে আমি চাল পাইনি। সাহারবাটি ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুক বলেন, ডিলার জিয়াউল হক কখন কোথায় থেকে চাল দিতেন তা পরিষদের কেউ জানতেন। কখনও পরিষদের কারোর সাথে সমন্বয় করতেন না। জেলা খাদ্য কর্মকর্তা ওয়াহেদুজ্জামান  বলেন, দুটি ইউনিয়ন থেকে ডিলারদের বিরুদ্ধে সেপ্টে¤^র মাসের চাল না দিয়ে কার্ডে স্বাক্ষর করার অভিযোগ পেয়ে তার সত্যতা পাওয়া গেলে গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ডিলার জিয়াউল হক ও ষোলটাকা ইউনিয়নের ডিলার আনোয়ার হোসেন পাশার ডিলারশিপ বাতিল করা হয়েছে। তিনি আরো বলেন, ১০ টাকা কেজির চালে অনিয়ম পেলেই তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে। সে কারণে প্রতিটি উপজেলা কর্মকর্তাদের আদেশ দেয়া হয়েছে অনিয়ম ব্যবস্থা নেয়ার জন্য।