নির্বাচন

১১ জনের মাঝে প্রতীক বরাদ্দ

By মেহেরপুর নিউজ

December 10, 2018

মেহেরপুর নিউজ, ১০ ডিসেম্বর : মেহেরপুরের দুটি আসনে চুড়ান্ত ১১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তা মো: আতাউল গনি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে আওয়ামীলীগ প্রার্থী ফরহাদ হোসেন নৌকা), বিএনপি প্রার্থী মাসুদ অরুন (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ( লাঙ্গল), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আবুল কালাম কাসেমী (হাতপাখা) ও জাকের পার্টির প্রার্থী সাইদুল আলম (গোলাপফুল)।

মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামীলীগ প্রার্থী সাহিদুজ্জামান খোকন (নৌকা), বিএনপি প্রার্থী জাভেদ মাসুদ মিল্টন (ধানের শীষ), জাতিয় পার্টির প্রার্থী কিতাব আলী (লাঙ্গল), জাকের পার্টির প্রার্থী আলী আকবর (গোলাপ ফুল), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আলিমুজ্জামান মো: আব্দুল কাদের (গোলাপ ফুল) ও মুসলিম লীগ প্রার্থী জাভেদুর রহমান জনিকে হারিকেন প্রতিকের নমুনা তুলে দেন । এর আগে জাভেদুর রহমান জনির প্রতিকের ব্যপারে কেন্দ্র থেকে কোন পত্র না আশায় প্রার্থীকে ১ ঘন্টা সময় দেওয়া হয়। পরে বর্ধিত সময় পেয়ে প্রার্থী কেন্দ্র থেকে কাগজ সংগ্রহ করলে তাকে প্রতিক দেওয়া হয়। প্রতিক বরাদ্দ অনুষ্ঠানে মেহেরপুর ১ টি আসনের মাসুদ অরুন আব্দুল হামিদ, আবুল কালাম কাসেমী সাইদুল আলম । মেহেরপুর ২ আসনের কিতাব আলী , আলী আকবর আলিমুজ্জামান মো: আব্দুল কাদের জাভেদুর রহমান উপস্থিত ছিলেন।