টপ নিউজ

১১ দিনের মত মেহেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাও ঢাকার আন্দোলনে, সেবা বন্ধ

By মেহেরপুর নিউজ

July 24, 2019

সারা বাংলা‌দে‌শের সকল পৌরসভার ন্যায় মে‌হেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সরকা‌রি কোষাগার থে‌কে বেতন-ভাতার দাবী‌তে ১১ম দি‌নের মত ঢাকায় জাতীয় প্রেসক্লা‌বের সম্মু‌খে অবস্থান কর্মসূচী পালন কর‌ছে।

মে‌হেরপুর পৌরসভা সা‌র্ভিস এ‌সো‌সি‌য়েশ‌নের সভাপতি তফিকুল আলম, সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান দিপু ,গাংনী পৌরসভার সচিব শামিম রেজাসহ মেহেরপুর ও গাংনী পৌরসভার অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী প্ ঢাকা প্রেস ক্লাবের সামনে আন্দোলণে অংশ নিয়েছেন।

মে‌হেরপুর পৌরসভা সা‌র্ভিস এ‌সো‌সি‌য়েশ‌নের সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান দিপু জা‌নি‌য়ে‌ছেন, মাননীয় প্রধানমন্ত্রী বেতন ভাতা প্রদা‌নের আশ্বাস না দেয়া পর্যন্ত ঢাকায় অবস্থান কর্মসূচী চল‌বে। তি‌নি  জানান দ্রুত সরকা‌রি কোষাগার থে‌কে বেতন ভাতা প্রদা‌নের নিশ্চয়তা না আস‌লে আমরণ অনশ‌নে যা‌বে বাংলা‌দে‌শের ৩২৮ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা। ‌

তি‌নি আরও ব‌লেন আমরা জনগন‌কে কোন কষ্ট দি‌তে চাই না। কিন্তু দীর্ঘ‌দিন ধ‌রে আমরা শা‌ন্তিপূর্ণ আ‌ন্দোলন ক‌রে আস‌ছি। ই‌তিপূ‌র্বে আমা‌দের দাবী পূর‌ণের আশ্বাস দেয়া হ‌লেও তা বাস্তবায়ন করা হয়‌নি। তাই বাধ্য হ‌য়েই আমরা ক‌ঠোর আ‌ন্দোল‌নের সিদ্ধান্ত নি‌য়ে‌ছি। আমাদের যত দ্রুত সরকার মে‌নে নে‌বে তত দ্রুত আমরা কা‌জে যোগদান কর‌বো। এ বিষ‌য়ে তি‌নি মাননীয় প্রধানমন্ত্রীর হস্ত‌ক্ষেপ কমনা ক‌রেন।

এ‌দি‌কে আজ সকা‌লে কেন্দ্রীয় ক‌মি‌টির সভাপ‌তি আব্দুল আলীম মোল্ল্যার নেতৃত্বে প্রায় ১০০০০ কর্মকর্তা কর্মচারী দাবী আদা‌য়ের জন্য বি‌ক্ষোভ মি‌ছিল বের ক‌রে। এ সময় পৌর কর্মকর্তা কর্মচারীরা ” একদফা একদাবী, মে‌নে নাও নি‌তে হবে। সরকা‌রি কোষাগার থে‌কে বেতন ভাতা দি‌তে হ‌বে দি‌য়ে দাও। দে দে দে বেতন দে, নই‌লে মু‌খে বিষ দে। এ কেমন চাকরী ভাই, মাস শে‌ষে বেতন নাই। দেখ কেমন জ্বালা, পৌরসভায় তালা। বেতন যেমন বন্ধ, সেবা দেয়াও বন্ধ।” শ্লোগান দি‌তে থা‌কে।

মে‌হেরপুর পৌরসভার কর্মকতরআ কর্মচারীরা ঢাকায় অবস্থান করায় মে‌হেরপুর পৌরসভার সেবা প্রদান বন্ধ আ‌ছে। পৌরসভার সেবা না পে‌য়ে জনগন‌কে দু‌র্ভো‌গ পোহা‌তে হ‌চ্ছে। জন্মসনদ, নাগ‌রিক সনদ, ট্রেড লাই‌সেন্স, ই‌পিআই এর মত জনগুরুত্বপূর্ণ সেবা বন্ধ থাকায় জনগ‌নের ভোগা‌ন্তি বে‌ড়ে‌ছে।