আইন-আদালত

১৫ বছরের লীজমানি না দেওয়ায় অর্পিত সম্পতি দখল নিলো সরকার

By মেহেরপুর নিউজ

January 14, 2016

মেহেরপুর নিউজ, ১৪ জানুয়ারী: মেহেরপুর শহরের কাশারীপাড়ায় ১৫ বছর ধরে লীজমানি না দেয়ায় আবু সুফিয়ান নামের এ ব্যাক্তির দখলে থাকা ১১ শতক অর্পতি সম্পত্তি জেলা প্রশাসনের নির্দেশে সরকারের দখলে নিয়েছেন সদর উপজেলা ভুমি অফিস। একই সঙ্গে সেখানে থাকা সকল মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সদরের সহকারী কমিশনার (ভ’মি) শাহীনুজ্জামান এ অভিযান পরিচালনা করেন। সহকারী কমিশনার (ভ’মি) শাহীনুজ্জামান বলেন, ১৯৬৯ সালে শহরের কাসারীপাড়া এলাকার নবী বকসের ছেলে আবু সুফিয়ান সরকারের কাছে থেকে এস এ নং ১৬৪৪ ও খতিয়ান এসএ ৩৮৪ নং দাগে ১১ শতক অর্পিত সম্পত্তি লীজ নেন। সে থেকে ২০০০ সাল পর্যন্ত লীজ মানি পরিশোধ করা হলেও গত ১৫ বছর ধরে কোনো লীজ মানি দেননি লীজগ্রহিতা আবু সুফিয়ান। এ কারণে জেলা প্রশাসকের ভিপি ১৯৭-১১৪(১০)/১৯৬৯-৭০/১৫-৪১ স্মারকের আদেশে ওই জমি সরকারের দখলে নিয়ে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।