বর্তমান পরিপ্রেক্ষিত

১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালনের সব প্রস্তুতি শেষ।। মুজিবনগর স্মৃতি সৌধ জুড়ে গড়ে তোলা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা

By মেহেরপুর নিউজ

April 16, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ এপ্রিল: ৪২ তম মুজিবনগর দিবস পালনের আর মাত্র এক দিন বাকি। ইতিমধ্যে সবধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন ও মেহেরপুর জেলা আওয়ামীলীগ। এখন চলছে শেষ মূহূর্তের প্রস্তুতি। ১৭ এপ্রিল কে ঘিরে ধোয়া মোছা চলছে স্মৃতি সৌধ। রং তুলির কাজ চলছে শেখ হাসিনা মঞ্চ ও স্মৃতি সৌধের প্রবেশ পথকে ঘিরে। চলছে জনসভার মঞ্চ তৈরীর কাজ। সব মিলিয়ে ১৭ এপ্রিল কে ঘিরে মুজিবনগর তথা গোটা মেহেরপুর জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। এদিকে সরকারের বেম কয়েকজন মন্ত্রী – এমপি’র আগমন উপলক্ষে গোটা জেলা সেজেছে বর্ণিল সাজে। মুজিবনগর সহ জেলার বিভিন্ন পয়েন্টে তৈরী হয়েছে শতাধিক তোরন। অন্যদিকে ১৭ এপ্রিলে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা মুজিবনগর কমপ্লেক্স এলাকাকে ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তার চাঁদরে। মুজিবনগর স্মৃতি সৌধে প্রবেশের শুরুতে করা হয়েছে কড়াকড়ি। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মো: রবিউল হোসেন বলেন,মুজিবনগর থানার আইন শৃংখলা পরিস্থিতি খুবই ভাল। এখানে আইনশৃংখলা নিয়ে কোন সমস্যা নেই। তিনি আরো বলেন,১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন বাংলাদেশ সরকারের এলজিআরডি মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখবেন আরো কয়েকজন মন্ত্রীসহ আওয়ামীলগের শীর্ষ নেতারা। সব মিলিয়ে মজিবনগর দিবসকে সুষ্ঠ সুন্দর করার জন্য পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার ব্যাপারে আমরা সজাগ রয়েছি। যেখানে যেভাবে ব্যবস্থা নেয়ার দরকার সেভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে। আশারাখি সুন্দর ও সুষ্ঠভাবে অনুষ্ঠান শেষ করতে পারবো।