মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ নভেম্বর: রিক্রুটিং এজিন্সির প্রতারণার শিকার ১৮০ জন বাংলাদেশীকে ফিরিয়ে আনার আবেদন জানিয়ে মেহেরপুর জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছেন ভুক্তভোগী প্রবাসীদের পরিবার। সোমবার দুপুরে ভুক্তভোগী প্রবাসীদের অভিভাবক ও পরিবারের সদস্যরা জেলা প্রশাসক মাহমুদ হোসেনের হাতে তাদের আবেদন পত্র জমা দেন। লিখিত অভিযোগে জানা যায়, ওভারসিস কনসালটেন্ট লি: নামক একটি রিক্রুটিং প্রতিষ্ঠান কাতারে ভালো চাকুরী দিবে বলে মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামের ১৮০ জনকে নিয়ে যায়। কিন্তিু পরবর্তিতে তারা জানতে পারে তাদের কাতারে না নিয়ে ইরাকের নাজাব শহরের একটি
হাউজিং কোম্পানিতে নিয়ে যেয়ে আটক রাখে এবং কাগজপত্র জব্দ করে রাখে।সেখানে তাদের দিয়ে কাজ করে নিলেও পারিশ্রমিক ও খাবার দাবার ঠিকমত দেয়না।
তাদের এই দূর্বিসহ জীবন থেকে বাচাঁতে দেশে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসকের কাঝে তারা লিখিত আবেদন জানান।