বর্তমান পরিপ্রেক্ষিত

১ এপ্রিল থেকে ৬মে পর্যন্ত সব ধরণের কোচিং সেন্টার বন্ধ

By মেহেরপুর নিউজ

March 25, 2019

নিউজ ডেস্ক, ২৫ মার্চ:

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা চলাকালে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।’

আজ সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘যেহেতু আমরা বিশেষ কোনও ব্যবস্থা নিতে পারছি না, তাই এবার সব ধরনের কোচিং বন্ধ থাকবে।’ 

শিক্ষামন্ত্রী বলেন, ‘নানা ধরনের কোচিং আছে। যেহেতু একই জায়গায় বিভিন্ন ধরনের কোচিং থাকে, অনেকে অসাধু উপায়ে নিষেধাজ্ঞা সত্ত্বেও কোচিং করিয়ে থাকে। এ রকম দেখা গেছে। তাই আমরা সব কোচিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।’