জাতীয় ও আন্তর্জাতিক

২০১৬ সুইডেনে খ্যাতনামা গবেষকদেরকে নবেল পুরুস্কার প্রদান

By মেহেরপুর নিউজ

December 11, 2016

এস এম আইনুল হক,সুইডেন থেকে: আজ ১০ ডিসেমবর ২০১৬ সুইডেনে খ্যাতনামা গবেষকদেরকে  নবেল পুরুস্কার প্রদান করা হবে । আলফ্রেড নবেল ১৮৩৩-১৮৯৬ ডিনামাইন আবিস্কারের মাধ্যমে বিশেষ খ্যাতি অজন করেন । ১৯০১ সাল থেকে তাঁর নাম করনে বিভিন্ন ক্ষেএে গবেষনায় অবদান রাখায় সারা পৃথিবী থেকে বরেণ্য বাক্তিদের নবেল পুরূঙ্কার প্রদান করা হয়ে থাকে। ১০ ডিসেম্বর নবেল ডে হিসেবে সুইডেন সরকারের পক্ষ থেকে যথাযথ ভাবে এ দিবসটি পালন করে আসছে। এদিন সকালে সুইডেনের রাজধানী স্টকহোমের কনসাট হাউজে সুইডেনের রাজা কাল গুচতাব বরেণ্য ব্যক্তিদের হাতে নবেল প্রাইজ তুলে দেবেন ।এর পর দিনব্যাপি টাউন হলে নবেল প্রাপ্ত ব্যক্তিগণ তাঁদের গবেষনায় অবদান রাখার উপর আলোকপাত করবেন এবং সুইডেনের ঐতিহ্যবাহি খাবার পরিবেষন করা হবে।এ উৎসবে নবেল প্রাপত ব্যাত্তিদের পরিবারবর্গ সুইডেনের রাজ পরিবারের সদস্যবগ উচচপদঞ্ছ বাক্তিবগ সহ প্রায় ১৩০০ অতিথি উপঞ্ছিত থাকবেন বলে এক তথ্যে জানা গেছে ।

এ বছর গবেষনার ক্ষেএে যারা নবেল বিজয়ী হয়েছেন তাঁরা হলেন মেডিসিনে ইসোমরি ঔসামি জাপান ।রসায়নে জেআন পিএররে সাউভাগে ফ্রান্স ,স্যার জে ফ্রাসের স্তদ্দারত স্কটল্যান্ড এবং বেরনারদ এল ফেরিঙ্গা নেদারল্যাণ্ড।পাদাথে মিছাএল কস্তেরলিতয ,দুঞ্চান এম হালদানে এবং দাভিদ জা থউলেসস বৃটেন তাঁরা সকলেই আমেরিকায় গবেষনারত ।সাহিত্যে বব দ্যলান আমেরিকা ।অথনীতিতে বেংত হল্মস্ত্রম ফিনল্যান্ড এবং অলিভের হারট বৃটেন ।শান্তিতে জুয়ান মানুএল সান্তস প্রেসিডেন্ট কলম্বিয়া তাঁকে পুরস্ক্রত করা হবে নরওয়ের ওসলো থেকে ।