ইতিহাস ও ঐতিহ্য

২০১৯ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে – — মুজিবনগর দিবসে শিল্পমন্ত্রী

By মেহেরপুর নিউজ

April 17, 2016

মেহেরপুর নিউজ, ১৭ এপ্রিল: শিল্পমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বর্তমানে নিম্ম মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। ২০২১ সালে লক্ষ্যমাত্রা থাকলেও তার আগে ২০১৯ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পদার্পন করবে এবং ২০৪১ সালের অনেক আগেই দেশ উন্নত দেশে পরিণত হবে। রবিবার দুপুরে (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগর আ¤্রকাননের শেখ হাসিনা মঞ্চে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় ও মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আমির হোসেন আমু বলেন, ১৯৭৫ সালে যেমন করে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয়েছিল। তারই ধারবাহিকতায় ২০০৪ সালে শেখ হাসিনাসহ আওয়ামীলীগের নেতৃত্বকে শূন্য করার জন্য হত্যা করার চেষ্টা করা হয়েছিল। তিনি বলেন, দেশের অগ্রগতি ও উন্নয়নের অভিযাত্রাকে এগিয়ে নিতে আওয়ামীলীগের পতাকা তলে সমবেত হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার শপথই হোক আজকের অনুষ্ঠনের শপখ। বিএনপিকে উদ্দ্যেশ্যে করে আমু আরো বলেন, তারা যখন আন্দোলনের কথা বলেন তখন মানুষ তাদের ভয় পায়। তাদের ধিক্কার জানাই। আন্দোলনের নামে তারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে। শত শত মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। একদিকে যেমন পাকিস্তানী দোসরদের ষড়যন্ত্র চলছে অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশে বর্তমানে মানুষের গড় আয় দেড় হাজার ডলারে বৃদ্ধি পেয়েছে। শিক্ষার হার বেড়ে দাড়িয়েছে ৭১ শতাংশে।