করোনাভাইরাস

২৩১৪ জন হোম কোয়ারেন্টাইনে ও ২৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে : আইইডিসিআর

By Enayet Akram

March 15, 2020

ডেস্ক রিপোর্ট, ১৫ মার্চ: সারাদেশে এ পর্যন্ত দুই হাজার ৩১৪ জন জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন এবং ২৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এছাড়াও এখন পর্যন্ত ১০ জন আইসোলেসনে আছেন বলেও জানান তিনি। আজ রোববার রাজধানীর মহাখালীর আইইডিসিআর-এর কার্যালয়ে নিয়মিত সংবাদ সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

আইইডিসিআর পরিচালক জানান, বিদেশ থেকে ফেরত আসা অনেকেই হোম কোয়ারেন্টাইন ঠিকভাবে মানছেন না। সে কারণে যারাই আসছেন, তাদের হজক্যাম্পের কোয়ারেন্টনাইনে পাঠানো হচ্ছে।

ডা. ফ্লোরা  বলেন, শরীরের করোনার উপস্থিতি নেই, এটি পুরোপুরি নিশ্চিত হওয়ার পরই বিদেশ-ফেরতদের বাড়িতে পাঠানো হচ্ছে।

তিনি পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সম্ভব হলে আলাদা কক্ষে হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করবেন। আর তা সম্ভব না হলে অন্তত নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। এছাড়া কারও হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা না থাকলে যোগাযোগ করলে আইইডিসিআর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করবে বলে জানান পরিচালক।