ফুটবল

২ গোলে পিছিয়ে পড়েও সেমিতে ফতেপুর একাদশ

By মেহেরপুর নিউজ

August 20, 2022

মেহেরপুর নিউজ:

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলায় সমতা। স্পোর্ট কিকে ৫ম কিকটি নিতে আসেন ফতেপুরের পক্ষে ঘানার খেলোয়ার মঙ্গলা। ঠান্ডা মাথায় আস্তে করে কিক নিলেন। বল চলে গেলো গোলরক্ষকের ডান পাশ দিয়ে জালে। সঙ্গে সঙ্গে হাজার হাজার সমর্থক উল্লাসে ফেটে পড়লেন। এবং ঘানার খেলোয়ার মঙ্গলাকে কাঁধে তুলে নিয়ে উল্লাসে ফেটে পড়লেন। ২-৯ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠে গেল ফতেপুর একাদশ।

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে গোভীপুর মাঠে অনুষ্ঠিত গোভীপুর ভৈরব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে ফতেপুর একাদশ টাইব্রেকারে (২-২) ৫-৩ গোলের রামদেবপুর একাদশকে পরাজিত করে। শনিবার অনুষ্ঠিত ২য় কোয়ার্টার ফাইনাল খেলা শুরু হওয়ার পর দর্শকরা ঠিকমতো বসার আগেই দুই মিনিটের মাথায় রামদেবপুর এর জুলফিকার দর্শনীয় একটি গোল করে রামদেবপুর একাদশকে এগিয়ে নেন। প্রথমার্ধের ১৭ মিনিটের সময় দলের পক্ষে আলামিন গোল করে গোলের ব্যবধান দ্বিগুনে পরিণত করেন।

প্রথমার্ধে অবশ্য ফতেপুর একাধিক সুযোগ পেয়েও সেটি কাজে লাগাতে পারেনি। দুই গোলে পিছিয়ে থেকে বিরতির পর নতুন উদ্যমে খেলা শুরু করে ফতেপুর একাদশ। এই অর্ধের তিন মিনিটের মাথায় আক্রমণ ভাগের খেলোয়াড় রুম্মনের পরিবর্তে মাঠে নামানো হয় সুমনকে। সুমন মাঠে নামার পর পরই খেলার ধারা পাল্টাতে শুরু করে। এবং ফলও পায় ফতেপুর। দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটের মাথায় বদলি খেলোয়াড় সুমনের পাচ থেকে মঙ্গলা গোল করে গোলে ব্যবধান কমান। দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটের সময় বদলি খেলোয়াড় সুমনের পা থেকে আসে সমতাসূচক গোলটি। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় শেষ প্রর্যন্ত টাইব্রেকারে মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটানো হয়। স্পোর্ট কিকে ফতেপুর এর পক্ষে তুহিন,রিজন,রিপন সামাছি এবং মঙ্গলা একটি করে গোল করেন।

রামদেবপুরের পক্ষে স্বাধীন, বাপ্পি এবং আরাফাত গোল করলেও প্রথমার্ধে দলের পক্ষে গোল করা জুলফিকারের কিক ফতেপুর এর গোলরক্ষক শিমুল আটকে দেন। শেষ পর্যন্ত ৫-৩ গোলে জয়লাভ করে ফতেপুর একাদশ সেমিফাইনালে তাদের জায়গা করে নেয়। খেলায় মঙ্গলা ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। সজীব স্পোর্টস এর পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হয়।

খেলা পরিচালনা করেন আলমগীর হোসেন লালটু। তাকে সহযোগিতা করেন সুমন এবং জাহাঙ্গীর হোসেন। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার বিতরণ করেন। এসময় গোভিপুর ভৈরব ক্লাবের সহ-সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক পলাশ, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক বজলুর রশিদ, বজলুর রহমান, কোয়েল, জাকির প্রমুখ উপস্থিত ছিলেন।