বর্তমান পরিপ্রেক্ষিত

৩ দিনের রিমান্ড শেষে আটক ৫ ডাকাত মেহেরপুর জেল হাজতে

By মেহেরপুর নিউজ

January 31, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ জানুয়ারী: মেহেরপুর শহরের সার্কিট হাউসপাড়ার একটি বাড়িতে ডাকাতি সংঘটিত হওয়ার প্রায় ৫ মাস পর আটক ৫ ডাকাতকে ৩ দিনের রিমান্ড শেষে  সোমবার জেল হাজতে পাঠানো হয়েছে। রিমান্ডে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন।

পুলিশ জানায়, গত বছরের ৩ আগষ্ট রাতে মেহেরপুর জেলা জজ আদালতের কর্মচারি শহরের সার্কিট হাউসপাড়ার সাইফুল ইসলামের বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়। ওই ঘটনায় সাইফুল ইসলাম বাদি হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৪।

পুলিশ ওই মামলায় শহরের শিশু বাগান পাড়ার খবিরের ছেলে স্বপন (৩৫), আব্দুল মজিদের ছেলে রিপন (২২), বানু মল্লিকের ছেলে কানা গুঙ্গা (৪৫), ফোরমানের ছেলে মিলন (৩০) ও আব্দুলের ছেলে আজিজুলকে (৩২) আটক করে।

ডাকাত সন্দেহে আটক ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহের লক্ষে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।