বর্তমান পরিপ্রেক্ষিত

৪৪তম বিসিএসে মেহেরপুরের ৫ জনের ক্যাডার সুপারিশ

By Meherpur News

July 08, 2025

মেহেরপুর নিউজ:৪৪ তম বিসিএস পরীক্ষায় মেহেরপুর জেলা থেকে এবার ৫ জন মেধাবী প্রার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলার একজন এবং গাংনী উপজেলার ৪ জন রয়েছেন।

সুপারিশপ্রাপ্তদের হলেন, প্রশাসন ক্যাডারে গাংনী পৌর এলাকার আমানুল আশরাফ আশিস, বুয়েট। পুলিশ ক্যাডারে গাংনী রামনগর গ্রামের রাকিবুল ইসলাম রবিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়। শিক্ষা (সমাজবিজ্ঞান) ক্যাডারে গাংনীর মজিবুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষা (বাংলা) ক্যাডারে মেহেরপুর সদরের মো. তারিক আজিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়। কারিগরি শিক্ষা (ইলেকট্রিক্যাল) ক্যাডারে গাংনীর আব্দুল্লাহ আল তাহসীন (দীপ্ত) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

মেহেরপুর জেলার পক্ষ থেকে এই কৃতীদের প্রতি অভিনন্দন জানানো হয়েছে। তাদের এ সাফল্যে পরিবার, শিক্ষক এবং জেলার শিক্ষাঙ্গণে আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে।