মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার ক্রীড়া সমিতির উদ্যোগে অনুষ্ঠিত ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে শীতকালীন ব্যাডমিন্টন প্রতিযোগিতা জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে।
বালিকা একক ও বালিকা দ্বৈত—উভয় বিভাগেই গাংনী উপজেলা চ্যাম্পিয়ন গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
দুপুরে মেহেরপুর খাদ্য গুদাম অফিস ভবনের ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত বালিকা এককের ফাইনাল খেলায় গাংনী উপজেলা চ্যাম্পিয়ন গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মুজিবনগর উপজেলা চ্যাম্পিয়ন দলকে পরাজিত করে শিরোপা অর্জন করে।
একই ভেন্যুতে অনুষ্ঠিত বালিকা দ্বৈত বিভাগের ফাইনাল খেলায় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মেহেরপুর উপজেলা চ্যাম্পিয়ন মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হয়।