অন্যান্য

৫৪ নারী উদ্যোক্তা তৈরি করেছে মেহেরপুর মহিলা ক্লাব

By মেহেরপুর নিউজ

March 19, 2016

ইয়াদুল মোমিন,১৯ ,মার্চ:

`মাগো তোমায় ঘুম পাড়ানি মাসি হতে দেবনা, মাগো তোমায় কারো ঘরের দাসি হতে দেবনা” এই শ্লোগানে নারী উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে মাস চারেক আগে যাত্রা শুরু করে মিনা ক্লাব। অর্ধশতাধিক নারী উদ্যোক্তা তৈরি উপলক্ষে ‘মীনা ক্লাবের’ সদস্য সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে মেহেরপুরে মহিলা ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে। মহিলা ক্লাবের সভানেত্রী জেলা প্রশাসক পত্মী অ্যাড. লতিফা খানম চৌধুরীর সভাপতিত্বে সদস্য সম্মেলনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী  কর্মকর্তা মো: মঈনুল হাসান, সাংবাদিক রফিক-উল আলম, নারী উদ্যোক্তা শিল্পি খাতুন, উলফাতান নেছা, রঞ্জনা খাতুন প্রমুখ। সম্মেলনে জেলার বিভিন্ন এলাকার দরিদ্র ও অবহেলিত ৮ নারীর মাঝে তাঁতের সুতা, এবং ৪ নারীর মাঝে দুটি করে ছাগল বিতরণ করার মধ্যে তাদের মিনা

ক্লাবে সদস্য করে নেয়া হয়। এনিয়ে মিনা ক্লাবের সাথে যুক্ত হয় ৫৪ নারী। তাদের মধ্যে এর আগে ১৬ জনকে তাঁতের সুতা, ১২ জনকে দুটি করে ছাগল এবং ১৪ নারীকে সেলাই মেশিন প্রদানের মাধ্যমে ৫৪টি নারী উদ্যোক্তা তৈরি করে মহিলা ক্লাব। সদর উপজেলার আমঝুপি গ্রামের হতদরিদ্র শিল্পি খাতুন। ১৩ বছর বয়সে বাল্যবিয়ের শিকার হন তিনি। বর্তমানে তিনি এক কন্যা সন্তানের জননী। কিন্তু এরই মধ্যে তিনি স্বামী পরিত্যাক্তা হয়ে বাবার বাড়িতে তাঁতের কাজ করে কোনো রকম অনাহারে অর্ধাহারে জীবন কেটে যেত তাঁর। মহিলা ক্লাবের মাধ্যমে তাকে দেয়া হয়েছিল ৬৫ মোড়া তাঁতের সুতা। যা দিয়ে তিনি গামছা বুনিয়ে শুরু করেন আয় রোজগার। তার সেই খুশিতে জেলা প্রশাসকের জন্য একটি গামছা বানিয়ে এনে অনুষ্ঠানের তার বক্তব্যর মধ্যে দিয়ে জেলা প্রশাসককে উপহার দেন। গাংনী উপজেলার রাজাপুর গ্রামের তাঁত কাজ করা উলফাতন খাতুন তার ভাষায় বলেন, আমরা গরিবানা (গরিব) মানুষ। জীবনে কুনুদিন প্রপিচার (অফিসার) দেখিনি। আপনি অমাদের বাড়িত গিয়ে গামছা বুনার জন্যি সুতু দিছেন। তাদিয়ে গামছা বুনছি। ওই তা ছেলের বাপ বাজারে বেইচি বেড়াচ্ছি। দুটো পয়সার মুখ

দেখতি পাচ্ছি বলে আমি মুখ্খ মানুষ আর বুলতে পারছিনি। জেলা প্রশাসক তার বক্তব্যে মিনা ক্লাবের সদস্যদের বলেন, আপনাদের মধ্যে যারা সুতা, সেলাই মেশিন এবং ছাগল পেয়েছেন। তারা এগুলো নষ্ট করবেন না। এ সকল জিনিসগুলো দিয়ে আপনারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুণ এবং পরবর্তিতে আপনাদের মত আরেকজনকে এর কিছু দিয়ে মিনা ক্লাবের সদস্য করুণ এবং তাকেও স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিন। সভাপতির বক্তব্যে মহিলা ক্লাবের সভানেত্রী জেলা প্রশাসক পত্মী বলেন, মিনা ক্লাবের মহিলাদের উদ্দ্যেশ্যে বলেন, চোখের পানি মুছে ফেলুন, সামনে এগিয়ে আসুন। নারী পুরুষের ভেদাভেদ ভুলে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলুন। তিনি মিনা ক্লাবের নামকরণ নিয়ে বলেন, মিনা একটি কাটুনের প্রধান চরিত্র । যেখানে মিনা একজন বুদ্ধিমতি, সাহসী, এবং কর্মঠ একজন নারী। এই মিনা ক্লাবের সদস্যরা যাতে নিজেরাই স্বাবলম্বী ও কর্মঠ হতে পারে সেকারণেই তাদের মহিলা ক্লাবের মাধ্যমে সহায়তা দিয়ে উদ্যোক্তা করে গড়ে তোলা হচ্ছে। তিনি বলেন, আজ এ অনুষ্ঠানের মাধ্যমে মিনা ক্লাবে ৫৪ জন্য নারী উদ্যোক্তা তৈরি হলো।

মহিলা ক্লাবের সাধারণ সম্পাদিকা সহকারী কমিশনার শুভ্রা দাস বলেন, জেলা প্রশাসক সহ মহিলা ক্লাবের সদস্যরা জেলার বিভিন্ন  গ্রামের হতদরিদ্র মানুষের বাড়িতে গিয়েছি। তারদের হাড়ির খাবার দেখেছি। তার কি পরিধান করে সেগুলো দেখেছি। তারা কিভাবে সংসার নির্বাহ করে সেগুলো দেখেছি। সেই দেখা থেকে একবারে অসহায়, দরিদ্র ওই সকল মহিলাদের নিয়ে এই মিনা ক্লাব গঠন করা হয়েছে। আজ ১২ জনকে সহায়তার মধ্যে দিয়ে মোট ৫৪জন নারীকে আমরা সেলাই মেশিন, তাতের সুতা ও দুটি করে ছাগল বিতরণ করেছি। এর মধ্যে আগে যারা এসকল সামগ্রী পেয়েছে তারা সেগুলোর মাধ্যমে সংসার চালানো চেষ্টা করছে।