অন্যান্য

৫ বছর বয়সী শিশুর ভুল করে বিষপান

By মেহেরপুর নিউজ

September 22, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের মামুনের ৫ বছর বয়সী ছেলে  রাজু ভুল করে বিষপান করেছে। বর্তমানে  শিশু রাজু মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। জানা গেছে, চাঁদবিল গ্রামের মামুনের ছেলে রাজু বাড়িতে খেলা করার সময় ভুল করে পানি ভেবে বোতলে রাখা বিষ পান করে। এ সময় কতার চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।