বর্তমান পরিপ্রেক্ষিত

৬ দফা দাবিতে একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীদের স্বারকলিপি প্রদান

By মেহেরপুর নিউজ

September 07, 2016

মেহেরপুর নিউজ, ০৭ সেপ্টেম্বর: সদ্য বিলুপ্ত একটি বাড়ি একটি খামার প্রকল্পের সকল কর্মকর্তা ও কর্মচারীদের পল্লী সঞ্চয় ব্যাংকে স্থীয় নিয়োগ করাসহ ৬ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরারব স্বারকলিপি প্রদান করছে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সকল কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার দুপুরে জেলা প্রশাসক পরিমল সিংহের মাধ্যামে প্রধানমন্ত্রীকে এ স্বারকলিপি প্রদান করা হয়। প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারী সমিতির সভাপতি রফিকুল ইসলাম জেলা প্রশাসকের হাতে স্বারকলিপিটি তুলে দেন।

এসময় সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য আব্দুল জাব্বার, কাবিরুল ইসলাম, শরিফুল ইসলাম, রাহিনা খাতুন সহ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা সেখানে উপস্থিত ছিলেন।

দাবিগুলো হলো, যাচাই না করে কোন কর্মকর্তা-কর্মচারীকে বাদ না দেওয়া, পল্লী সঞ্চয় ব্যাংকিং কার্যক্রম চালু কার, সমিতির সকল রেনদেন পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে করা, পল্লী সঞ্চয় ব্যাংক চালু করে গরীব জন গোষ্ঠীর হতাশা দূর করা ও জাতীয় সংসদে পাশকৃত ২০১৪ পল্লী সঞ্চয় ব্যাংক আইন পরির্বতন, পরিমার্জন ও সংশোধন না করে চালু রাখা।