বর্তমান পরিপ্রেক্ষিত

৬ দফা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ

By মেহেরপুর নিউজ

June 08, 2023

মেহেরপুর নিউজ:

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল সালাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সম্পাদক এডভোকেট ইব্রাহিম শাহীন, মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, বুড়পতি ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট রূথসোভা মন্ডল, ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন প্রমূখ।