বিশেষ প্রতিবেদন

৬ মাদক ব্যবসায়ীর মাদক পরিহার করে স্বাভাবিক জীবনে ফেরা

By মেহেরপুর নিউজ

September 28, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ সেপ্টেম্বর: মাদক ব্যবসায়ী বাবু কাথুলী গ্রামের সেকেন্দারের ছেলে। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত। সন্তান ও পরিবারের কখায় বার বার মাদক পরিহার করতে চেয়েও সঙ্গীদের কারনে ছাড়তে পারেননি মাদক। অবশেষে মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলমের কাছে শপথ করে চিরতরে মাদক পরিহার করার কথা জানালেন মাদকাসক্ত বাবু। বাবুর মত একই গ্রামের আব্দুল গনির ছেলে মাহাতাব, ইদ্রিস আলীর ছেলে মাজিদুল, আব্দুল বারির ছেলে কামরূল, শুকুর আলীর ছেলে রেজাউল ও  ধলা গ্রামের সইতুল্লার ছেলে নাটু এই ৬ জন একই কাতারে দাড়িয়ে মাদক সেবন ও মাদক ব্যাবসা ছেড়ে স্বাভাবিক জীবন গড়ার শপথ ব্যাক্ত করেন। রোববার বিকালে গাংনী উপজেলার কাথুলী বাজার কমিটির উদ্যেগে কাথুলী বিওপি’র সামনে আইন শৃংখলা ও মাদক পরিহার শীর্ষক অনুষ্ঠিত এক সমাবেশে পুলিশ সুপারের সামনে তারা এ শপথ করেন। কাথুলী

ইউনিয়নের চেয়ারম্যান কাবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম।  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস আই মেহেদী হাসান, বিজিবি’র কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম, কাথুলী বাজার কমিটির সভাপতি সাহেব আলী সেন্টু। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান বেল্টু, মুশায়েব হোসেন প্রমুখ। সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য পুলিশ সুপার হামিদুল আলম বলেন, মাদক পরিহার করায় পুলিশের পক্ষ থেকে তাদের সকল ধরনের সহায়তা করা হবে। প্রয়োজনে কর্মসংস্থানের ব্যাপারেও উদ্যোগে নেয়া হবে। মাদকের ভয়াবহতা উল্লেখ করে এসপি বলেন, যে মাদক ব্যবসা বা এর সাথে যে জড়িত সে তার পরিবারের জন্য একটি বোঝা। সে শুধুই তার পরিবারের ক্ষতি করে না সমাজকেও ক্ষতি করে। মাদকের বিরুদ্ধে জিরো টলালেন্স উল্লেখ করে তিনি বলেন, ইতি মধ্যে জেলার বহ মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করা হয়েছে এবং তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, মেহেরপুর জেলাকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়তে পুরো পুলিশ বিভাগ প্রস্তুত রয়েছে। তাদের সহযোগীতা করা এবং তথ্য দেয়া আপনাদেরও দায়িত্ব।