অন্যান্য

৭ ঘন্টা পর নিখোঁজ সন্তানকে কোলে পেলো মা….

By মেহেরপুর নিউজ

July 04, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জুলাই: প্রসবের সাথে সাথে নবজাতকে হারিয়ে ফেললেও অবশেষে সাংবাদিকদের তৎপরতায় প্রসুতি ফিলে পেলো তার সন্তানকে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে মেহেরপুর জেনারেল হানসপাতালে। তবে এত বড় ঘটনা ঘটে গেলেও কিছুই জানেনা হাসপাতাল কতৃপক্ষ। জানা গেছে,মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের আলামিনের স্ত্রী রেহেনার প্রসব ব্যাথা শুরু হলে  শুক্রবার ভোরে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সকাল সাড়ে ৭টার দিকে রেহেনা এক কন্যা সন্তানের জন্ম দেয়। এ নিয়ে রেহেনা ৬ কন্যার জননী হয়। বিষয়টি জানাজানি হলে হাসপাতালের এক সেবিকা কৌশলে কন্যা সন্তানটিকে নিয়ে গা ঢাকা দেয়। মুহুর্তে মধ্যে খবরটি জানাজানি হলে হাসপাতাল চত্বরে হৈচৈ পড়ে যায়।পরে সাংবাদিকরা হাসপাতালে গেলে হাসপাতালে কর্মরত চিকিৎসত ও সেবিকাদের বিষয়টি জানালেও তারা বিষয়টি গুরুত্বের সাথে জানাতে ব্যার্থ হয়। এদিকে ঘটনার পরপরই প্রসুতি রেহেনা খাতুন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে অনেক অনুসন্ধান চালিয়ে হাসপাতালের ওই সেবিকা প্রসূতির স্বামী আলামিন তাকে দিয়েছে বলে স্বীকার করে এবং দুপুর ২ টার দিকে নবজাতককে রেহেনার কাছে ফিরিয়ে দেয়। এদিকে নবজাতকের পিতা আলামিন জানান, আমার ৫ কন্যার পর ৬ষ্ঠ কন্যা জন্ম নেয়ায় হাসপাতালের অনেকেই  এসন্তানটি নেয়ার জন্য পীড়াপিড়ি করেন। এক পর্যায়ে আমাকে না জানিয়ে আমার সন্তানটি নিয়ে ওই সেবিকা সটকে পড়ে। এদিকে ১০ মাস গর্ভে ধারন করা মা রেহেনা খাতুন তার সন্তানকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারিয়ে ফেলে। এ সময় রেহেনা বলেন, আমি পণ করেছিলাম আমার সন্তান ফিরে না পেলে আর বাড়ি ফিরে যাব না।