শিক্ষা ও সংস্কৃতি

৯ বছর পার হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি মেহেরপুর সিএমসি মাধ্যমিক বিদ্যালয়

By মেহেরপুর নিউজ

September 23, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল-ময়ামারী-কোলা (সিএমসি) মাধ্যমিক বিদ্যালয়টি নানা বিধ সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের অবহেলিত ওই গ্রামগুলির শিক্ষার মানোন্নয়নের লক্ষে ২০০২ সালে চাঁদবিল গ্রামের জনৈক আব্দুল্লা’র উদ্যোগে ৯৬ শতক জমির উপর সিএমসি নিস্ম মাধ্যমিক বিদ্যালয় হিসেবে আত্ম প্রকাশ করে। অফিসসহ ৭ টি ক্লাস রুমে প্রায় আড়াই শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়টির যাত্রা শুরু হলেও অদ্যবধি বিদ্যালয়ের স্থায়ী কোন ক্লাসরুম তৈরি হয়নি। টিনের ছাউনির অফিসসহ ৭ টি রুম থাকলেও অর্থাভাবে বিদ্যালযের কোন দরজা-জানালা আজও লাগানো সম্ভব হয়নি। ফলে সামান্য বৃষ্টি হলেই ঘরে পানি জমে যায়। বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভের পর ২০০৬ সালে সাময়িক অনুমোদন লাভের পর গত বছর বিদ্যালয়ের নিন্ম মাধ্যমিক পর্যন্ত ৫ জন শিক্ষক ও ২ জন কর্মচারির বেতন এম পি ও’র মাধ্যমে ছাড় করন করা হলেও মাধ্যমিক পর্যায়ে ৫ জন শিক্ষকের বেতন আজও এম পি ও করা হয়নি। বিদ্যালয়টিতে বর্তমানে সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থী নিয়মিত লেখাপড়া করলেও বিদ্যালয়ের চেয়ার-বেঞ্চ ও আসবাব পত্রের যতেষ্ঠ অভাব রয়েছে। সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জেলা ও উপজেলা পর্যায়ে খেলা-ধূলায় সুনাম অর্জন করলেও  মাটি ভরাট না হওয়ায় শিক্ষার্থীরা খেলার মাঠে নিয়মিত অনুশীলন করতে পারে না। মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যানসহ অনেকেই বিদ্যালয় অঙিনায় মাটি ভরাটসহ উন্নয়নের আশ্বাস দিলেও কেউ তাদের কথা রাখেনি। ফলে নানাবিধ সমস্যায় জর্জরিত সিএমসি মাধ্যমিক বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা নিদারুন কষ্ট স্বীকার করে তাদের দায়িত্ব পালন করে চলেছে।